আগুন এখনও নিভে যায়নি ! অবসর ভেঙে ফিরলেন ভিনেশ ফোগাট, লক্ষ্য অলিম্পিক ২০২৮

ফের ফিরছেন ভিনেশ।

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
vinesh olympic

নিজস্ব সংবাদদাতা : - অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে অবসর ভেঙে আসার ঘোষণা দিলেন ভারতের তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট। শুক্রবার তিনি ঘোষণা করেন যে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস (LA) অলিম্পিকে একটি অধরা অলিম্পিক পদকের জন্য তিনি আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁর মতে, তাঁর ভেতরের "আগুন কখনও নিভে যায়নি" ('the fire never left'), তা কেবল "ক্লান্তি ও কোলাহলের" নিচে চাপা পড়েছিল।

সাম্প্রতিক সময়ে কুস্তি ফেডারেশনের অভ্যন্তরীণ সমস্যা এবং যৌন হয়রানির বিরুদ্ধে আন্দোলনকে কেন্দ্র করে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত ছিলেন ভিনেশ। এই চাপের মুখে তিনি অস্থায়ীভাবে কুস্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন।

vinesh-phogat-disqualified

তবে, তাঁর দীর্ঘদিনের অলিম্পিক স্বপ্ন তাঁকে ফের ম্যাটে ফিরে আসতে অনুপ্রাণিত করেছে।

"আগুন এখনও নিভে যায়নি। এটা কেবল ক্লান্তি আর কোলাহলের নিচে চাপা পড়েছিল," ভিনেশ ফোগাট সম্প্রতি এক বিবৃতিতে বলেন।

তিনি বোঝাতে চেয়েছেন, খেলার প্রতি তাঁর ভালোবাসা এবং দেশের জন্য পদক জেতার আকাঙ্ক্ষা এত দিন ধরে চলা রাজনৈতিক ও ব্যক্তিগত ঝামেলার কারণে চাপা পড়ে গিয়েছিল, কিন্তু তা কখনও পুরোপুরি শেষ হয়নি।