দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন তাদেরই গ্রামের মেয়ে ! আনন্দে মাতোয়ারা হরিয়ানার নন্দগড়

এক গ্রামবাসী বলেন, "আমরা তাকে এখানে স্বাগত জানাব। তিনি এই গ্রামেই জন্মেছেন, তবে পড়াশোনা করেছেন দিল্লিতে। তার বাবা ছিলেন একজন ব্যাংক কর্মী।

author-image
Debjit Biswas
New Update
REKHA GUPTA


নিজস্ব সংবাদদাতা : দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন তাদেরই গ্রামের মেয়ে ! আর এবার এই খুশিতেই আনন্দে মাতোয়ারা হয়ে উঠলেন হরিয়ানার নন্দগড় গ্রামের গ্রামবাসীরা। এক গ্রামবাসী বলেন, "আমরা তাকে এখানে স্বাগত জানাব। তিনি এই গ্রামেই জন্মেছেন, তবে পড়াশোনা করেছেন দিল্লিতে। তার বাবা ছিলেন একজন ব্যাংক কর্মী। '' গ্রামের মানুষজন জানান, রেখা গুপ্তার এই সাফল্য তাদের জন্য একটি বড় অনুপ্রেরণা। তারা আশাবাদী যে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী তাদের গ্রামের উন্নয়নেও অবদান রাখবেন।