এবার খেলা ঘুরিয়ে দিল চন্দ্রযান ৩, ফের অবতরণ করল 'বিক্রম'

চাঁদে দাপিয়ে বেড়াচ্ছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। টুইট করে এমনই জানিয়েছে ইসরো।

author-image
SWETA MITRA
New Update
moon.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার খেলা ঘুরিয়ে দিল চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। ভারতের চন্দ্রযান-৩ মিশন সম্পন্ন হয়েছে। চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানকে স্লিপ মোডে রাখার প্রক্রিয়া শুরু হয়েছে। এখন ইসরো জানিয়েছে, ল্যান্ডার বিক্রম (Vikram) তার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কাজ করেছে। সম্প্রতি ল্যান্ডার বিক্রম আবারও চাঁদের পৃষ্ঠ থেকে উড্ডয়ন করে আবার চাঁদে অবতরণ করেছে। ইসরো তার ভিডিওও দেখিয়েছে এবং জানিয়েছে যে ল্যান্ডার বিক্রমের এই প্রচেষ্টা ভবিষ্যতে চাঁদ থেকে মানুষের প্রত্যাবর্তনের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে।ইসরোটুইটকরে জানিয়েছেযেবিক্রমল্যান্ডারতারমিশন লক্ষ্যেরচেয়েবেশিকাজকরেছে।এখনএটিসফলভাবেএকটিহপপরীক্ষাচালিয়েছে।এইনির্দেশেরভিত্তিতেল্যান্ডারবিক্রমআবারইঞ্জিনচালুকরেএবংনিজেকে৪০সেন্টিমিটারউপরেতুলে৩০থেকে৪০সেন্টিমিটারদূরেঅবতরণকরে।অর্থাৎএরউড্ডয়নঅবতরণপুরোপুরিসফলহয়েছে।ইসরোতারভিডিও  প্রকাশকরেছে।