New Update
নিজস্ব সংবাদদাতা : এবার হঠাৎ করেই আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রী। সূত্রের খবর অনুযায়ী আগামী ২৭ থেকে ২৯ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে থাকবেন তিনি। এই সফরে তিনি মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নানান বৈঠক করবেন। মনে করা হচ্ছে ভারত-মার্কিন যৌথ উদ্যোগ COMPACT (Catalysing Opportunities for Military Partnership, Accelerated Commerce & Technology)-এর অগ্রগতি পর্যালোচনাই এই সফরের মূল উদ্দেশ্য।
/anm-bengali/media/media_files/2025/05/08/lAmRtwz4BhsesrnUyr77.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us