BREAKING: পাকিস্তানের অনুরোধেই হয়েছে যুদ্ধবিরতি, আমেরিকার হস্তক্ষেপে নয় ! প্রতিনিধি দলের বৈঠকে বড় দাবি করলেন বিক্রম মিশ্রী

ফের বড় দাবি করলেন ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রী।

author-image
Debjit Biswas
New Update
vikram misri

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ভারতের অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের বিশ্বের নানান দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। আর আজকে এই প্রতিনিধি দলের সাথেই একটি বড় বৈঠক করলেন ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রী। এই বৈঠকে তিনি, এই প্রতিনিধি দলের সমস্ত সদস্যকে তাদের যাবতীয় কর্মসূচি আরও একবার ভালো করে বুঝিয়ে দেন। এর পাশাপাশি তিনি আজ ফের দাবি করেন যে, শুধুমাত্র পাকিস্তানের অনুরোধেই সম্পন্ন হয়েছে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি। এর পিছনে আমেরিকার কোনও হস্তক্ষেপ কাজ করেনি। 

vikrammisri