নিজস্ব সংবাদদাতা : এবার রাহুল গান্ধীর পোস্ট নিয়ে সরব হলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী বিজয় সিনহা। তিনি বলেন,''ওঁরা এক হাতে সংবিধানের বই নিয়ে হাঁটেন, আবার সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধেই প্রশ্ন তোলেন। এটা ওঁদের মানসিকতার প্রতিফলন। ওঁরা সংবিধানে বা সাংবিধানিক প্রতিষ্ঠানে বিশ্বাস করেন না। এ ধরনের ভাষা যিনি ব্যবহার করেন, তিনি বিরোধী দলনেতা পদে থাকার যোগ্য নন।”
/anm-bengali/media/media_files/QqMqjgOjZkeE0KXHONpe.jpg)