বড় চক্রান্তের শিকার ! কারুরে পদপিষ্ট হওয়ার ঘটনায় CBI বা SIT তদন্তের দাবিতে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ বিজয়ের TVK

কি পদক্ষেপ নিলেন অভিনেতা বিজয় ?

author-image
Debjit Biswas
New Update
BVBNM

নিজস্ব সংবাদদাতা : গতকাল তামিলনাডুর কারুরের জনসভায় ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্ট হওয়ার ঘটনায় প্রায় ৪০ জনের মৃত্যুর পর,এবার ঘটনায় সিবিআই (CBI) বা এসআইটি (SIT) তদন্তের দাবিতে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হল অভিনেতা বিজয়ের পার্টি তামিলগা ভেট্রি কাজাগাম (TVK)। আজ তামিলগা ভেট্রি কাজাগাম (TVK) -এর অ্যাডভোকেটস উইংয়ের সভাপতি এস. আরিভাঝাগান, বিচারপতি এম. ধনদাপানির সামনে এই বিষয়টি উল্লেখ করেন। এরপর তিনি আদালতকে এই ঘটনার স্বতঃপ্রণোদিত (Suo MotO) তদন্ত শুরু করতে এবং একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জন্য অনুরোধ করেন।

actvijay