New Update
/anm-bengali/media/media_files/roDVWSPECOR1gHln8RUu.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অর্থাৎ আজ দিল্লির রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। তাঁকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
#WATCH | Vietnam PM Pham Minh Chinh and PM Narendra Modi meet ministers and delegates from each other's countries at the forecourt of Rashtrapati Bhavan, Delhi pic.twitter.com/drapqDiE6z
— ANI (@ANI) August 1, 2024
সূত্রে খবর, ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনার গ্রহণ করেছেন। তিনি ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ভারতে রাষ্ট্রীয় সফরে রয়েছেন।
জানা গিয়েছে, ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে একে অপরের দেশের মন্ত্রী ও প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন।