/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি ওড়িশার বালাসোরে কলেজের মধ্যেই নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ছাত্রী। আর এবার মিডিয়ার সামনে এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বেশকিছু বিস্ফোরক মন্তব্য করলেন ওই ভুক্তভোগী ছাত্রীর পিতা। তিনি বলেন,''আমি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতি কৃতজ্ঞ। আজ তিনি আমাদের মেয়ের অবস্থা দেখতে এসেছিলেন, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন, আমাদের পরিবারের খোঁজ নিয়েছেন, তিনি আমার মেয়ের জন্য প্রার্থনা করেছেন এবং আমাদের সান্ত্বনা দিয়েছেন।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/29/1000113392.jpg)
এরপর তিনি বলেন,''শুধুমাত্র প্রিন্সিপালকে গ্রেফতার করলেই তা যথেষ্ট হবে না। যাঁরা অভ্যন্তরীণ কমিটিতে ছিলেন এবং যাঁরা সেই রিপোর্ট তৈরি করেছেন, তাঁদেরও গ্রেফতার করতে হবে। ওরা নিজেদের কলেজকে বাঁচানোর জন্য আমার মেয়েকে খুন করার চেষ্টা করেছে। ওদেরও গ্রেফতার করতে হবে।”
#WATCH | Odisha's Balasore student self-immolation case | The father of the victim says, "I am very grateful to President Droupadi Murmu because she came here to see my daughter’s condition. She met us and asked about us and our family... She prayed for my daughter and gave us… https://t.co/srDamJo1Umpic.twitter.com/d7rEiOPtGs
— ANI (@ANI) July 14, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us