BREAKING: বিস্ফোরণের ঘটনা প্রমাণিত ! হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন ভুক্তভোগীদের আইনজীবী

কি বললেন ভুক্তভোগীদের আইনজীবী ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় এনআইএ (NIA) আদালতের রায় ঘোষণার পরেই,এক তীব্র প্রতিক্রিয়া জানালেন এই মামলায় ভুক্তভোগী পরিবারগুলির আইনজীবী অ্যাডভোকেট শাহিদ নাদিম। তিনি বলেন,''বিস্ফোরণ যে ঘটেছিল, তা আদালত নিজেই প্রমাণিত বলে স্বীকার করেছে। কিন্তু তা সত্ত্বেও অভিযুক্তদের রেহাই দেওয়া হয়েছে। আমরা এই রায় মেনে নিতে পারছি না। আমরা হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে আবেদন করব। আবার স্বাধীনভাবে আপিল দায়ের করব।"

NIA

নাদিম আরও বলেন, ''এই রায়ে শুধু ন্যায়বিচার বিলম্বিত হল তা নয়, বরং ন্যায়ের অপমান হয়েছে। ভুক্তভোগীদের পরিবার এখনও ন্যায় চায় এবং তাদের বিশ্বাস, উচ্চ আদালতে তারা সুবিচার পাবেন।''