উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণণ, আত্মবিশ্বাসী শিবসেনা

মত প্রকাশ করলেন শিবসেনা সাংসদ মিলিন্দ দেওরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
maannewsimage26112024_155819_eknath_shinde

File Picture

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকে এনডিএ-র উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে ঘোষণা করার বিষয়ে এবার মত প্রকাশ করলেন শিবসেনা সাংসদ মিলিন্দ দেওরা। এদিন তিনি বলেন, "প্রথমত, শিবসেনা, দলের প্রধান একনাথ শিন্ডে এবং মহারাষ্ট্রের জনগণের পক্ষ থেকে, আমি সিপি রাধাকৃষ্ণণকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, যিনি বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল। আমি সম্পূর্ণরূপে আত্মবিশ্বাসী যে তিনি একটি ঐতিহাসিক জয় অর্জন করবেন, এবং বিরোধী দলের অনেক মানুষও তাকে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চান। তিনি যেভাবে রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন, আমি সম্পূর্ণরূপে আত্মবিশ্বাসী যে তিনি একই বিশ্বাসযোগ্যতার সাথে উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন"।

nda naminated vc