উৎপাদনের বাইরেও বড় বাণিজ্যে নামার সময় এসেছে! জগদীপ ধনখড়ের বক্তব্যে উঠে এলো ভারতের আর্থিক দিক

ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় বলেছেন, ‘উন্নত ভারত গড়তে হলে দেশের মানুষের আয় আটগুণ বাড়াতে হবে। কৃষকদের শুধু উৎপাদনে আটকে থাকা যাবে না, ব্যবসায় ও বাণিজ্যে মনোযোগ দিতে হবে।’

author-image
Debapriya Sarkar
New Update
x

নিজস্ব সংবাদদাতা : দেশের অর্থনৈতিক অবস্থার বিষয়ে মন্তব্য করলেন ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়। তিনি বলেন, “আজ যখন আমরা ‘উন্নত ভারত’ সম্পর্কে কথা বলি, তখন শুধুমাত্র অর্থনীতির র‌্যাংকিং নয়, বরং দেশের মানুষের আয় বৃদ্ধি হওয়া জরুরি।”

jagdeep

ধনখড় আরও বলেন, “একজন মানুষের আয় যদি ৮ গুণ বৃদ্ধি পায়, তবেই উন্নত ভারতের স্বপ্ন বাস্তবে পরিণত হবে। বিশেষ করে কৃষকদের ক্ষেত্রে এখনো চিন্তাধারায় সীমাবদ্ধতা রয়েছে। তারা শুধু উৎপাদনের দিকে মনোযোগ দেন, কিন্তু সময় এসেছে কৃষি ও পশুপালনের বৃহত্তম বাণিজ্যে নিজেদের জড়িত করার।” তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, “এখনই সেই সময় যখন আপনাদের শুধু উৎপাদকের চেয়ে বাণিজ্যিক ও ব্যবসায়িক দিকেও মনোযোগ দিতে হবে।”

ভাইস প্রেসিডেন্টের এই বক্তব্য দেশের কৃষি উন্নয়ন ও অর্থনৈতিক বৃদ্ধির জন্য একটি দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে, যা আগামী দিনে কৃষকদের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।