নিজস্ব সংবাদদাতা : আসন্ন নবরাত্রি উৎসবের আগেই এবার গরবার অনুষ্ঠান নিয়ে এক কঠোর মন্তব্য করলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিনোদ বনসাল। তিনি বলেন,''যারা 'ভারত মাতা কি জয়', 'বন্দে মাতরম' এবং 'জয় মা দুর্গা' বলতে পারবে না, তাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি দেওয়া উচিত নয়।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/03/09/61COQnKohht6HnIMXVcE.jpeg)
এরপর তিনি আরও বলেন,'''নবদুর্গা গরবা' অনুষ্ঠানে যাতে বহিরাগতরা প্রবেশ করতে না পারে সেইদিক থেকে সমাজ সতর্ক রয়েছে। শুধুমাত্র যারা এই অনুষ্ঠানের ঐতিহ্য মেনে চলে, তাদেরকেই শুধুমাত্র পরিবারের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে।" উল্লেখ্য,বিশ্ব হিন্দু পরিষদ এবং অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই এই অভিযোগ করে আসছে যে, গরবার মতো উৎসবে "লাভ জিহাদ"-এর মতো ঘটনা ঘটে। তাই, এই ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজন আছে বলেই তারা মনে করে।
জয় মা দুর্গা না বললে প্রবেশ করা যাবে না গরবার অনুষ্ঠানে ! বড় দাবি করলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিনোদ বনসাল
কি বললেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিনোদ বনসাল ?
নিজস্ব সংবাদদাতা : আসন্ন নবরাত্রি উৎসবের আগেই এবার গরবার অনুষ্ঠান নিয়ে এক কঠোর মন্তব্য করলেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিনোদ বনসাল। তিনি বলেন,''যারা 'ভারত মাতা কি জয়', 'বন্দে মাতরম' এবং 'জয় মা দুর্গা' বলতে পারবে না, তাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি দেওয়া উচিত নয়।''
এরপর তিনি আরও বলেন,'''নবদুর্গা গরবা' অনুষ্ঠানে যাতে বহিরাগতরা প্রবেশ করতে না পারে সেইদিক থেকে সমাজ সতর্ক রয়েছে। শুধুমাত্র যারা এই অনুষ্ঠানের ঐতিহ্য মেনে চলে, তাদেরকেই শুধুমাত্র পরিবারের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে।" উল্লেখ্য,বিশ্ব হিন্দু পরিষদ এবং অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই এই অভিযোগ করে আসছে যে, গরবার মতো উৎসবে "লাভ জিহাদ"-এর মতো ঘটনা ঘটে। তাই, এই ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজন আছে বলেই তারা মনে করে।