নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি একটি চ্যানেলের আলোচনা অনুষ্ঠানে, কেরালার এক বিজেপি মুখপাত্রের কিছু সাম্প্রতিক মন্তব্যের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন কেরালার বিরোধী দলনেতা (LoP) ভি.ডি. সাথীসন (V.D. Satheesan)। তিনি বলেন,''সম্প্রতি একটি চ্যানেল আলোচনায়, কেরালার একজন বিজেপি মুখপাত্র রাহুল গান্ধীকে হুমকি দিয়েছেন যে তিনি তাঁর বুকে গুলি চালাবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই বিজেপি নেতা দলের একজন 'সিনিয়র নেতা' হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হয়নি।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/vMP6pvtm9PNRO9t1tbAE.jpg)
এরপর তিনি বলেন,''আমরা এই নেতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হুমকির প্রতিবাদে কংগ্রেস দল খুব শীঘ্রই বিক্ষোভ প্রদর্শন করবে।''
বুকে গুলি করা হবে রাহুল গান্ধীর ! বিজেপি নেতার মন্তব্যে গ্রেপ্তারির দাবি তুললেন হেভিওয়েট কংগ্রেস নেতা
কি দাবি করলেন কেরালার বিরোধী দলনেতা (LoP) ভি.ডি. সাথীসন ?
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি একটি চ্যানেলের আলোচনা অনুষ্ঠানে, কেরালার এক বিজেপি মুখপাত্রের কিছু সাম্প্রতিক মন্তব্যের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন কেরালার বিরোধী দলনেতা (LoP) ভি.ডি. সাথীসন (V.D. Satheesan)। তিনি বলেন,''সম্প্রতি একটি চ্যানেল আলোচনায়, কেরালার একজন বিজেপি মুখপাত্র রাহুল গান্ধীকে হুমকি দিয়েছেন যে তিনি তাঁর বুকে গুলি চালাবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই বিজেপি নেতা দলের একজন 'সিনিয়র নেতা' হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হয়নি।''
এরপর তিনি বলেন,''আমরা এই নেতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হুমকির প্রতিবাদে কংগ্রেস দল খুব শীঘ্রই বিক্ষোভ প্রদর্শন করবে।''