রেল দুর্ঘটনায় শোকাহত পরিবারের হাতে সাংসদদের বেতন তুলে দেওয়ার প্রস্তাব

ভারতীয় জনতা পার্টির (BJP) সংসদ সদস্য বরুণ গান্ধী ওড়িশা ট্রেন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের পরিবারকে তাদের বেতনের একটি অংশ দেওয়ার জন্য তার সহকর্মী সাংসদদের প্রতি আহ্বান জানিয়েছেন।

author-image
Pritam Santra
New Update
varun gandhi

নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় জনতা পার্টির (BJP) সংসদ সদস্য বরুণ গান্ধী ওড়িশা ট্রেন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের পরিবারকে তাদের বেতনের একটি অংশ দেওয়ার জন্য তার সহকর্মী সাংসদদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'ট্রেন দুর্ঘটনার ফলে প্রভাবিত পরিবারগুলোর পাশে থাকতে হবে, তারপর ন্যায়বিচার পেতে হবে।' ওড়িশার বালাসোরে তিন ট্রেন দুর্ঘটনাকে 'হৃদয়বিদারক' বলে পিলিভিতের সাংসদ বলেন, এটাই পরিবারের পাশে থাকার সময়। টুইটে  তিনি লিখেছেন, 'ওড়িশায় ট্রেন দুর্ঘটনা হৃদয়বিদারক। আমাদের শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো দরকার। আমি আমার সমস্ত সহকর্মী সাংসদদের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের বেতনের একটি অংশ তাদের দিয়ে শোকসন্তপ্ত পরিবারগুলিকে সহায়তা করুন। তাদের প্রথমে সমর্থন দিতে হবে, তারপর ন্যায়বিচার।