'জিআই ট্যাগ' পেল বারাণসীর সানাই

শাস্ত্রীয় সঙ্গীতে 'বেনারস ঘরানা' দেশ-বিদেশে বাদ্যযন্ত্রের জন্য পরিচিত।

author-image
Jaita Chowdhury
New Update
;opiuytrdfsa

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ভারতে সানাইয়ের কথা বলা হলেই উঠে আসে উত্তরপ্রদেশের কাশীর নাম ৷ ভারতরত্ন উস্তাদ বিসমিল্লাহ খানের হাত ধরেই বিশ্বের দরবারে আত্মপ্রকাশ হয়েছিল বিখ্য়াত এই বাদ্যযন্ত্রের ৷ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে এক নতুন পথের দিশারী এই সানাই ৷ বারণসীর কাশীর সেই বিখ্যাত সানাই পেল জিওগ্রাফিকাল ইন্ডিকেশনের (জিআই) পরিচয় পেল ৷ মঙ্গলবার বিশেষ এই পুরস্কারের কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

;ilukyjthgdfsa