‘মুসলিমদের ভয় ও ঘৃণা দেখিয়ে নিজেদের…’! বিজেপিকে তুলোধোনা আসাদউদ্দিন ওয়াইসির

২০২৪ লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট হতে চলেছে ১ জুন। এরই মধ্যে বিজেপিকে নিশানা করে বড় মন্তব্য করলেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

author-image
Probha Rani Das
New Update
Fhjjn

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃAIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, “আমরা উত্তরপ্রদেশে পিডিএমের অংশ এবং তারা যেখানেই থাকুক না কেন পিডিএম প্রার্থীদের জন্য আবেদন করছিএটা তাদের (বিজেপি) কৌশল, তারা মুসলিমদের ভয় ও ঘৃণা দেখিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে চায়। তারা কর্মসংস্থান দেয়নি, মুদ্রাস্ফীতি আকাশছোঁয়া, উত্তরপ্রদেশে কাগজপত্র ফাঁস হচ্ছে জনগণ বুঝতে পেরেছে তারা সংবিধান বিলুপ্ত করতে চায়।” 

asaduddin owaisi1.jpg

Add 1