‘বন্দেমাতরম’-এর দেড়শো বছর উদযাপন করবে দেশ, মন কি বাতে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

সংস্কৃত ও বাংলার মিশ্রণে ‘বন্দেমাতরম’ রচনা করেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi

File Picture

নিজস্ব সংবাদদাতা: ‘বন্দেমাতরম’— সেই এক শব্দেই জেগে ওঠে দেশপ্রেম, জেগে ওঠে ভারতীয় আত্মা। রবিবারের ‘মন কি বাত’ অনুষ্ঠানে সেই আবেগই ফের উস্কে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, ভারতের জাতীয় স্তোত্র ‘বন্দেমাতরম’-এর দেড়শো বছর পূর্তি উপলক্ষে আগামী বছর সারা দেশে বিশেষ উদযাপন করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, “বন্দেমাতরম সভ্যতার ভিত্তি স্থাপন করে। এই গানের প্রথম লাইনই প্রতিটি ভারতবাসীর মনে অনুভূতির ঢেউ তোলে। এক শব্দেই মাতৃভূমির সঙ্গে এক গভীর আত্মিক বন্ধন তৈরি হয়। দেশের ১৪০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ রাখার শক্তি রয়েছে এই গানে। যদি কোনও বিপদ আসে, বন্দেমাতরম উচ্চারণ করুন— এটাই আমাদের দেশাত্মবোধকে জাগিয়ে রাখবে”।

প্রসঙ্গত, ১৮৭৬ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সংস্কৃত ও বাংলার মিশ্রণে ‘বন্দেমাতরম’ রচনা করেন। পরবর্তীতে ১৮৮২ সালে তা প্রকাশিত হয় তাঁর বিখ্যাত উপন্যাস ‘আনন্দমঠ’-এ। আগামী বছর সেই ঐতিহাসিক সৃষ্টি ১৫০ বছরে পড়তে চলেছে। সেই উপলক্ষেই দেশের সর্বস্তরে এই জাতীয় স্তোত্রকে স্মরণীয় করে রাখার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

Modi

‘মন কি বাত’-এর ১২৭তম পর্বে শুধু বন্দেমাতরম নয়, আরও নানা উদ্যোগের কথাও জানান মোদী। তিনি বলেন, “দেশের প্রতিটি মানুষ এক গাছ লাগান— মায়ের নামে”। পাশাপাশি, সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান পালনের কথাও ঘোষণা করেন তিনি।

তাছাড়াও দেশের নিরাপত্তারক্ষী বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদী বলেন, “ভারতীয় সীমান্তরক্ষী, বিএসএফ ও সিআরপিএফ-এর কুকুররা দেশরক্ষার এক নিঃশব্দ সৈনিক। গতবছর তাঁরা ছত্তিশগড়ের মাওবাদী এলাকায় ৮ কেজির বেশি বিস্ফোরক উদ্ধার করেছিল— যা ছিল এক অসাধারণ সাফল্য”।

প্রধানমন্ত্রীর কথায়, “বন্দেমাতরম শুধু একটি গান নয়, এটি ভারতের আত্মা। আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের শিকড় থেকে শুরু করে আজকের ঐক্যের মন্ত্র— সবেতেই মিশে আছে এই গানের শক্তি”।