/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ এক বক্তব্যে জানান, রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বন্দে মাতরম’ আবৃত্তি বাধ্যতামূলক করা হবে, যাতে প্রতিটি নাগরিকের মনে মাতৃভূমির প্রতি শ্রদ্ধা আরও দৃঢ় হয়।
যোগী আদিত্যনাথ বলেন,
“আমাদের আলোচনায় সর্দার বল্লভভাই প্যাটেলকে আরও বেশি করে স্থান দেওয়া উচিত… ‘বন্দে মাতরম’ আবৃত্তি বাধ্যতামূলক করলে উত্তরপ্রদেশে ভারতমাতার প্রতি সম্মানবোধ আরও শক্তিশালী হবে।”
/anm-bengali/media/post_attachments/32b5adab-fa8.png)
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর রাজ্যের শিক্ষা মহলে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। সরকারের মতে, জাতীয় চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধ গঠনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
তবে বিরোধী শিবিরের একাংশ ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে—এটি কি শিক্ষাঙ্গনের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ, নাকি জাতীয় অনুভূতি জাগিয়ে তুলতে একটি প্রয়োজনীয় পদক্ষেপ?
এ বিষয়ে রাজ্য সরকারের বিস্তারিত নীতিমালা শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানা গেছে।
#WATCH | Uttar Pradesh CM Yogi Adityanath says, "...We should make Sardar Vallabhbhai Patel a part of our discussions...We will make the recital of 'Vande Mataram' mandatory in all educational institutions in UP so that every citizen in UP is filled with a sense of respect for… pic.twitter.com/oxnm2qYfGJ
— ANI (@ANI) November 10, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us