কেরলে বন্দে ভারত এক্সপ্রেস! ভিডিও ট্যুইট রেলমন্ত্রকের, জেনে নিন খুঁটিনাটি

প্রতি ঘন্টায় ট্রেনটির গতিবেগ হবে ১৮০ কিলোমিটার। এটি মাত্র ৫২ সেকেন্ডে ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম। ভোর ৫টায় তিরুবনথাপুরম থেকে যাত্রা শুরু করবে দ্রুতগতির ট্রেনটি। আবার রাতের আগেই ফিরে আসবে।

author-image
Pallabi Sanyal
New Update
বন্দে ভারত এক্সপ্রেস

বন্দে ভারত এক্সপ্রেস

নিজস্ব সংবাদদাতা : আগামী ২৫ এপ্রিল কেরলের তিরুবনথাপুরম রেলওয়ে স্টেশন থেকে দেশের ১৫ তম বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হতে চলেছে। কেরলে বন্দে ভারতের যাত্রার সূচনা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে শনিবার চেন্নাই থেকে কেরলে পৌঁছল বন্দে ভারত এক্সপ্রেস। ভিডিও ট্যুইট করে সেই বার্তাই দেওয়া হয়েছে রেল মন্ত্রকের তরফে। উল্লেখ্য, তিরুবনথাপুরম এবং কান্নাউর রেলওয়ে স্টেশনগুলির মধ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে যা সাড়ে ৭ ঘন্টায় ৫০১ কিলোমিটার পথ অতিক্রম করবে। প্রতি ঘন্টায় ট্রেনটির গতিবেগ হবে ১৮০  কিলোমিটার। এটি মাত্র ৫২ সেকেন্ডে ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম। ভোর ৫টায় তিরুবনথাপুরম থেকে যাত্রা শুরু করবে দ্রুতগতির ট্রেনটি। আবার রাতের আগেই ফিরে আসবে।  ট্রেনটিতে ১৬টি কোচ রয়েছে। যাত্রীদের জন্য থাকছে চেয়ারকারের ব্যবস্থা।কোল্লাম, কোট্টায়াম, এর্নাকুলাম টাউন, ত্রিশুর, তিরুর এবং কোঝিকোড়ের মধ্যে ছুটবে বন্দে ভারত।