টিকিটের দাম কমাচ্ছে বন্দে ভারত !

দাম কমবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের টিকিটের। জানাল ভারতীয় রেল কর্তৃপক্ষ। কম যাত্রী উঠছে বলে এমন সিদ্ধান্ত নিল রেল।

author-image
Ritika Das
New Update
bande.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: কম যাত্রী উঠছে বন্দে ভারত এক্সপ্রেসে। খুব বেশি টিকিট বিক্রি হচ্ছে না। তাই এবার নয়া সিদ্ধান্ত নিল ভারতীয় রেল কর্তৃপক্ষ। স্বল্প দূরত্বের বন্দে ভারত ট্রেনের ভাড়া পর্যালোচনা করা হচ্ছে। যাতে এর দাম কমানো সম্ভব হয় এবং স্বল্প দূরত্বের যাতায়াতের জন্য যাতে মানুষ আরও বেশি করে বন্দে ভারত ট্রেনে ওঠেন, সেই ব্যবস্থা করা হচ্ছে। 

ইন্দোর-ভোপাল, ভোপাল-জবলপুর এবং নাগপুর-বিলাসপুর এক্সপ্রেস সহ আরও কিছু এই বিভাগের বন্দে ভারত ট্রেনের টিকিট মূল্য কম করার জন্য আলোচনা শুরু করেছে। ফলে খুব শীঘ্রই বন্দে ভারত ট্রেনের টিকিটের দাম কমবে বলে মনে করা হচ্ছে।