খারাপ খবর! পাঁচ মাসেই বন্ধ বন্দে ভারত এক্সপ্রেস

কপাল পুড়ল বন্দে ভারত এক্সপ্রেসের। শুরু থেকেই বিপুল ভাড়া ছিল যা নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছিল। এবার এই নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।

author-image
Anusmita Bhattacharya
New Update
vandebhart

নিজস্ব সংবাদদাতা: যখন যাত্রা শুরু হয় সেই সময়ে ব্যাপক সাড়া ফেলেছিল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। কিন্তু এবার পুড়ল কপাল। যাত্রা শেষও হয়ে গেল ভারতীয় রেলের (Indian Railway) একটি রুটে। রেলের তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্রের বিলাসপুর-নাগপুর রুটে (Bilaspur Nagpur Route) বন্দে ভারত আপাতত বন্ধ রাখা হচ্ছে। যাত্রীদের আগ্রহের অভাবেই আপাতত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত। এবার ওই রুটে চলবে ভারতীয় রেলের আর এক দ্রুতগামী ট্রেন তেজস এক্সপ্রেস (Tejas Express)। ট্রেনের ভাড়ার অঙ্কটি চড়া হওয়ায় প্রথম দিন থেকেই বন্দে ভারত নিয়ে যাত্রীদের মধ্যে চাপা অনীহা ছিল। খরচও বিশাল। 

গত ১১ ডিসেম্বরেই নাগপুর-বিলাসপুর রুটের বন্দে ভারত চালু করা হয়। তার ঠিক পাঁচমাস পরেই গত ১১ মে বিলাসপুর-নাগপুর রুটে বন্দে ভারত পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে যেসকল যাত্রীরা টিকিট কেটে ফেলেছিলেন তাঁদের ভাড়া ফিরিয়ে দেবে রেল।