নজরে মহিলা ভোটাররা, বড় সিদ্ধান্তের পথে BJP?

কর্ণাটকে আসন্ন বিধানসভা ভোটকে ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ। আগামী ১০ মে রাজ্যে ভোট হবে। এরই মাঝে আসন্ন ভোট নিয়ে মন্তব্য করলেন বিজেপি (BJP)-র মহিলা মোর্চার জাতীয় সভাপতি ভানাথি শ্রীনিবাসন।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
bjps.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকে আসন্ন বিধানসভা ভোটকে ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ। আগামী ১০ মে রাজ্যে ভোট হবে। এরই মাঝে আসন্ন ভোট নিয়ে মন্তব্য করলেন বিজেপি (BJP)-র মহিলা মোর্চার জাতীয় সভাপতি ভানাথি শ্রীনিবাসন। তিনি বলেছেন, 'সমস্ত সরকারি প্রকল্পে ৫০ শতাংশেরও বেশি উপকারভোগী হলেন মহিলা। আমরা সমস্ত মহিলা সুবিধাভোগীদের সাথে ১ কোটি সেলফি আপলোড করেছি এবং সেগুলি নমো অ্যাপে আপলোড করেছি। মহিলা মোর্চা হিসাবে আমরা মহিলা ভোটারদের দিকে মনোনিবেশ করব, উত্তরপ্রদেশ, মণিপুর, গোয়া এবং গুজরাটে একটি বড় পরিবর্তন নেওয়া হয়েছে এবং মহিলারা বিজেপির প্রতি যে আস্থা দেখিয়েছেন তা সারা দেশে রয়েছে। আমরা সেই সমর্থন পেতে চাই।'