উত্তরকাশীর সেই ধ্বংসস্তূপের অবস্থা কি? রইলো এই মুহুর্তের আপডেট -

কাদার স্তূপাকার থেকেই নিখোঁজদের সন্ধান চালাচ্ছে প্রশাসন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-08-11 at 11.34.26

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরকাশী জেলার মেঘ ভাঙা বৃষ্টির জের। ক্ষতিগ্রস্ত ধরলি গ্রামে এখনও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। ৫ আগস্ট মেঘ ভাঙা বৃষ্টিতে ধরালি এবং হারসিলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়, যার ফলে ব্যাপক ধ্বংসলীলা দেখা যায় গোটা এলাকায়। সেই কাদার স্তূপাকার থেকেই নিখোঁজদের সন্ধান চালাচ্ছে প্রশাসন।