দিওয়ালি, উত্তরকাশীতে ঘটে গেল ভয়ানক বিপত্তি

টানেলে ৩৬ জন পর্যটক আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

New Update
20231112065341.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: যখন গোটা দেশই দিওয়ালির আনন্দে মাতোয়ারা, ঠিক সেই সময় উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ঘনিয়ে এল বিপদ। উত্তরকাশীর সিল্কিয়ারা থেকে দান্দলগাঁও পর্যন্ত নির্মাণাধীন টানেলের একটি অংশ ধসে পড়ে ঘটেছে বিপত্তি। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন উত্তরকাশী জেলার ডিএম ও এসপি। ত্রাণ কাজে এসডিআরএফ, এবং পুলিশের রাজস্ব দলও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। উদ্ধার অভিযান চলছে জোরকদমে।

উত্তরকাশীর জেলা কন্ট্রোল রুম থেকে তথ্য পাওয়া গেছে যে, ধসে পড়া টানেলে ৩৬ জন পর্যটক আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। এই তথ্যে, কমান্ডার এসডিআরএফ, মণিকান্ত মিশ্র অবিলম্বে ইন্সপেক্টর জগদম্বা ভিজলওয়ানের নেতৃত্বে এসডিআরএফ উদ্ধারকারী দলকে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছানোর পরে, SDRF অন্যান্য উদ্ধার ইউনিটগুলির সাথে সমন্বয় করে যুদ্ধের ভিত্তিতে ত্রাণ ও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে SDRF।

 

hiren