উত্তরকাশীর ভয়াবহতা, এবার ধরা পড়লো স্যাটেলাইট চিত্রেও!

দুর্গম পাহাড়ি এলাকায় কাজ চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cloudburst-in-uttarkashi

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরকাশী যেন এক ভয়াবহ মৃত্যুপুরী। মঙ্গলবার ১২,৬০০ ফুট উচ্চতায় মেঘভাঙা বৃষ্টির পর হড়পা বান বইল ধ্বংসের ঝড়। ক্ষীরগঙ্গা নদী ফুলেফেঁপে উঠে এক বিশাল জলের তোড়ে ধরালী গ্রামকে কার্যত নিশ্চিহ্ন করে দেয়। এখন সেই গ্রাম কতটা অবশিষ্ট আছে, তা জানাল ইসরোর উপগ্রহ চিত্র।

স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, ধরালী গ্রাম, হোটেল ও সেনা ছাউনি এলাকা এখন মাথা পর্যন্ত কাদার স্তূপে ঢাকা। গ্রাস করা হয়েছে প্রায় ১৩.৫ একর এলাকা, যা ভাগীরথী নদীর বুকে গিয়ে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, হিমবাহ ভেঙেই এই ভয়াবহ বিপর্যয় ঘটেছে।

ভারতীয় সেনার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ৭০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ৫০ জন এখনও নিখোঁজ। মৃত্যু হয়েছে ৫ জনের।

Uttarkashi

সেনাবাহিনীর পাশাপাশি এনডিআরএফ ও স্থানীয় প্রশাসন উদ্ধারকাজে নেমেছে। দুর্গম পাহাড়ি এলাকায় কাজ চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ক্ষীরগঙ্গার স্রোতের গতিপথ বাঁক নেওয়ার সময় বাধাপ্রাপ্ত হওয়ায় হর্ষিল হেলিপ্যাড, সেনাছাউনি, ধরালী গ্রাম ও কল্প কেদার মন্দিরসবকিছুই তছনছ হয়ে যায় মুহূর্তের মধ্যে। স্রোতের ধাক্কায় পাথর ও কাদামাটি গড়িয়ে পড়ে সম্পূর্ণ এলাকা মুছে দেয়।

এই বিপর্যয়ের জেরে স্থানীয় মানুষজনের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনের তরফে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সরানোর কাজ চলছে।