/anm-bengali/media/media_files/2025/11/09/screenshot-2025-11-09-m-2025-11-09-13-45-34.png)
নিজস্ব সংবাদদাতা: রাজ্য গঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার বলেন, “গত ২৫ বছরে উত্তরাখণ্ড সত্যিকারের উন্নয়নের নতুন ইতিহাস রচনা করেছে।”
প্রধানমন্ত্রী জানান, “২৫ বছর আগে উত্তরাখণ্ডের বাজেট ছিল মাত্র ৪,০০০ কোটি টাকা, আর আজ তা বেড়ে ১ লক্ষ কোটি টাকারও বেশি। বিদ্যুৎ উৎপাদন গত ২৫ বছরে চারগুণ বৃদ্ধি পেয়েছে, আর রাজ্যের সড়কপথের দৈর্ঘ্য দুগুণ হয়েছে।”
/anm-bengali/media/post_attachments/9fa957f9-6e0.png)
মোদি বলেন, “এই পরিসংখ্যান শুধু সংখ্যার উন্নতি নয়, এটি উত্তরাখণ্ডের মানুষের পরিশ্রম, বিশ্বাস ও আত্মনির্ভরতার প্রতীক।” তিনি আরও যোগ করেন, “পর্বতময় এই রাজ্য আজ পর্যটন, বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজ্যে পরিণত হয়েছে।”
#WATCH | Dehradun, Uttarakhand: Prime Minister Narendra Modi says, "...25 years ago, the budget of Uttarakhand was Rs 4,000 crore, and today it has crossed the mark of Rs 1 lakh crore. In the last 25 years, the electricity production in Uttarakhand has increased four times. In… pic.twitter.com/q8HlqusLOq
— ANI (@ANI) November 9, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us