BREAKING: ভুয়ো সাধু-সন্ন্যাসীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! "অপারেশন কালনেমি"-র অধীনে উত্তরাখণ্ডে গ্রেপ্তার ২৩

কেন শুরু করা হল "অপারেশন কালনেমি" ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার ভুয়ো সাধু-সন্ন্যাসীদের বিরুদ্ধে এক বড় পদক্ষেপ নিল উত্তরাখন্ড সরকার। এই ধরণের প্রতারকদের গ্রেপ্তার করার জন্য শুরু করা হল  "অপারেশন কালনেমি।" আজ এই বিষয়ে এসএসপি (SSP) দেরাদুন অজয় সিং জানিয়েছেন, "অপারেশন কালনেমি"-র অধীনে আজ উত্তরাখণ্ড পুলিশ ২৩ জন ভুয়ো সাধুবাবাকে গ্রেপ্তার করেছে। এরা সাধু-সন্ন্যাসীর ছদ্মবেশে ঘুরে বেড়িয়ে, সাধারণ মানুষকে ধর্মের নামে প্রতারিত করছিল।'' তিনি আরও জানান,''উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে এই অভিযান শুরু করা হয়। এক্ষেত্রে প্রতিটি থানার ইনচার্জদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, এই ধরনের ছদ্মবেশধারী প্রতারকদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে।'' এই পদক্ষেপকে ধর্মের নামে প্রতারণা রুখতে এবং সাধারণ মানুষকে সুরক্ষা দিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Police