উত্তরাখণ্ডের ভূমিধসে দুঃখপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

হতাহতের দুঃখজনক খবর পাওয়া গেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
uttarkashi cloud burst

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডের মেঘ ভাঙা বৃষ্টি ও ভূমিধসের ঘটনায় এবার দুঃখপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এদিন এই প্রসঙ্গে টুইট বার্তায় ধামি বলেন, "পৌরি জেলার বুরানসি এবং বাঁকুড়া গ্রাম থেকে ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষয়ক্ষতি এবং কিছু হতাহতের দুঃখজনক খবর পাওয়া গেছে। তথ্য পাওয়ার সাথে সাথে, তিন দিক থেকে উদ্ধার অভিযান চালানো হয়েছে। চৌখরিয়াল, পাবাউ এবং থালিসাইন - গ্রামে পৌঁছানোর জন্য এবং জনগণকে সম্ভাব্য সকল সহায়তা প্রদানের জন্য অভিযান চলছে। আহতদের যথাযথ চিকিৎসা প্রদান এবং ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে স্থানান্তর করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে"।

puskar singh dhami edir.jpg