/anm-bengali/media/media_files/2025/08/28/screenshot-2025-08-28-1136-pm-2025-08-28-23-09-01.png)
নিজস্ব সংবাদদাতা: বিহারের দরভঙ্গায় ইন্ডিয়া জোটের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর প্রয়াত মাকে নিয়ে কটূক্তির অভিযোগে উত্তাল রাজনীতি। এদিন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এই ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা করেন। তিনি বলেন, “দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কংগ্রেস ও রাজদ-এর ‘ভোট অধিকারের যাত্রা’র মঞ্চ থেকে যেভাবে দুই ‘শেহজাদে’ প্রয়াত শ্রদ্ধেয় মাতাজিকে অপমান করেছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এই কুকর্ম কেবল প্রধানমন্ত্রীর প্রতি অপমান নয়, বরং বিহারের গৌরবময় ঐতিহ্যের প্রতিও অবমাননা।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/28/screenshot-2025-08-28-115-pm-2025-08-28-23-08-11.png)
ধামী আরও দাবি করেন, “রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের অবিলম্বে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত। ইন্ডিয়া জোট সহ্য করতে পারছে না যে এক গরিব মায়ের সন্তান দেশের প্রধানমন্ত্রী হয়েছেন এবং জনতা তাঁকে হৃদয়ে স্থান দিয়েছে। তাঁদের বক্তৃতা থেকে প্রভাবিত হয়ে কর্মীরাও আজ অশ্লীল ভাষা ব্যবহার করছে। রাজনৈতিক শুদ্ধতার মধ্যে এর কোনও স্থান নেই।” রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যের পর বিজেপি আরও আক্রমণাত্মক ভঙ্গিতে বিরোধী জোটকে কোণঠাসা করার চেষ্টা করবে। অন্যদিকে, বিরোধী শিবিরে এই প্রসঙ্গে এখনও পর্যন্ত সরাসরি কোনও জবাব মেলেনি।
#WATCH | Dehradun | On a viral video purportedly showing derogatory remarks against PM Modi and his mother at an INDIA bloc event in Darbhanga, Uttarakhand CM Pushkar Singh Dhami says, "The way two 'shehzaade' abused the late revered mother of the Prime Minister of the country… pic.twitter.com/UvXjLNvgUt
— ANI (@ANI) August 28, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us