কংগ্রেস-হিন্দু সমাজকে দমন, ৪০০-র বেশি আসন দরকার বিজেপির!

কংগ্রেসকে আক্রমণ করলেন উত্তরা কন্নড়ের বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ে।

New Update
ক্মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকের উত্তরা কন্নড়ের বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ে বলেন, "ওরা (কংগ্রেস) সংবিধান পরিবর্তন করেছে এবং গোটা হিন্দু সমাজকে দমন করার জন্য আইন এনেছে। এই সব বদলাতে গেলে এই সংখ্যালঘু ভোটে তা হবে না। দুই দলেরই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। এবার প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে তাঁর ৪০০-র বেশি আসন জেতা উচিত। কেন ৪০০? লোকসভায় আমাদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় তা নেই। সংবিধান পরিবর্তন করতে হলে ৪০০ আসন প্রয়োজন। লোকসভা, রাজ্যসভা এবং রাজ্যগুলোতেও আমাদের ২/৩ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। শুধু লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা যথেষ্ট নয়।" 

pm modi dfs.jpg

Add 1

cityaddnew

স

স