নির্বাচনে হিন্দু-মুসলিম, ভারত-পাকিস্তান নিয়ে তরজা! কি বললেন অখিলেশ যাদব

২০২৪ লোকসভা নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা করে বড় মন্তব্য করলেন সমাজবাদী প্রধান অখিলেশ যাদব।

author-image
Probha Rani Das
New Update
Akhilesh YAdav.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃসমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, “জনগণ ক্ষুব্ধ কারণ বিজেপি তাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি। মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব সর্বকালের সর্বোচ্চ। এই নির্বাচন হিন্দু-মুসলিম বা ভারত-পাকিস্তান নিয়ে নয়, কিন্তু এটা সংবিধান রক্ষার বিষয়ে আর ‘৪০০ পারস্লোগান দিচ্ছে না।” 

akhileshyadavs2.jpg

তিনি আরও বলেন, “আগে পশ্চাৎপদ শ্রেণী, দলিত এবং আদিবাসীরাও সাধারণ শ্রেণীর অংশ ছিল কিন্তু বিজেপি এই তিনটি শ্রেণীকে নিজেদের শ্রেণীতে বেঁধেছে সংখ্যালঘুরা সুশিক্ষিত হলে সাধারণ শ্রেণীর জন্য সংরক্ষিত ৪০% ব্লকে আরও চাকরি পাবে।

Add 1