/anm-bengali/media/media_files/nXPxxojHln9xMXl8THcm.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশে যে অপরাধমূলক ঘটনা ঘটছে, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে উত্তরপ্রদেশ সরকার। জানান উত্তরপ্রদেশের ডিজিপি বিজয় কুমার। তিনি বলেন, "২০১৭ সাল থেকে রাজ্যে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।" তিনি জানান, রাজ্যে যে 'অপারেশন কনভিকশন' শুরু হয়েছে, তার অধীনে অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হবে।
উত্তরপ্রদেশের ডিজিপি আরও জানান, পকসো আইনের অধীনে যে সমস্ত অভিযোগ আছে, সেগুলি ছাড়াও ধর্ষণ, হত্যা, ডাকাতি, ধর্মান্তরকরণ, এবং গোহত্যার মত অপরাধকে 'অপারেশন কনভিকশন'-এর অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছে। উত্তরপ্রদেশের প্রতিটি জেলা পকসো আইনের সমস্ত অপরাধের পাশাপাশি খুন, ধর্ষণের মত অপরাধগুলিকে চিহ্নিত করবে। সেই মত অপরাধীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
#WATCH | Uttar Pradesh DGP Vijay Kumar, says "Strict actions are being taken against criminals in the state since 2017. 'Operation Conviction' has been initiated, under this, in addition to all the charges under the POCSO Act, crimes of rape, murder, robbery, dacoity, religious… pic.twitter.com/p7b1ZzepdD
— ANI (@ANI) June 26, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us