১টি আসনেও জিতবে না এই দল, ৪০০ পার করবে বিজেপি! ঘোষণা উপমুখ্যমন্ত্রীর

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের মন্তব্য প্রসঙ্গে বড় বার্তা দিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য।

author-image
Aniruddha Chakraborty
New Update
klk

file pic

নিজস্ব সংবাদদাতাঃ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের মন্তব্য প্রসঙ্গে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেন, "সমাজবাদী পার্টি হল 'সমপ্তওয়াড়ি' পার্টি। তারা একটি আসনেও জিততে পারবে না। অখিলেশ যাদব সেটা খুব ভালো করেই জানেন। আমরা ৪০০ আসন অতিক্রম করব, যেখানে বিজেপি ৩৭০টি আসন পাবে এবং এনডিএ ৪০০ আসন জিতবে।"

।ম,ম

Add 1