নিজস্ব সংবাদদাতা: মীরাট থেকে বিজেপির প্রার্থী অরুণ গোভিল মনোনয়ন জমা দিতে এসেছেন। তাঁর সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য।
/anm-bengali/media/post_attachments/bfbf208a823ac9bd14999c6d10728768ddc77ee5331bc6ce2004c2e1699b7dd8.jpg?im=Resize=(1230,900))
উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেন, "তিনি (অরুণ গোভিল) এখানে বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিতে এসেছেন... আমরা মিরাট সহ উত্তর প্রদেশে ৮০টি আসন জিততে চলেছি এবং ভারত জুড়ে ৪০০ ছাড়িয়ে যাব...ইন্ডিয়া জোট সন্দেহজনক। তারা আমাদের ২০১৯ সালে উত্তরপ্রদেশ জিততে বাধা দিতে পারেনি; ২০২৪ বিজেপির"।
/anm-bengali/media/media_files/0UsPZAQNxVwJ84efkgat.webp)
/anm-bengali/media/post_attachments/d1cace6fc469a0d050e20395abb8d733ed1c9fc07177f5776edf3a1b17072c8b.webp)