হতাশ বিরোধীরা, ৮০টি আসনেই জিতে গেল বিজেপি! ঘোষণা উপমুখ্যমন্ত্রীর

কংগ্রেস-সমাজবাদী জোটকে নিয়ে বড় মন্তব্য করলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

author-image
Aniruddha Chakraborty
New Update
PM MODISS.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, "বিজেপি ৮০টি লোকসভা আসনের সবকটিই পাবে। বিরোধীদের কোনও নীতি বা অ্যাজেন্ডা নেই। তারা হতাশ। গরিবদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্যাণমূলক প্রকল্পের সাহায্যে বিজেপি জনগণকে প্রভাবিত করেছে। সমাজবাদী পার্টির গুন্ডা ও মাফিয়ারা আজ নিজেদের মঞ্চ ভাঙছে। এমনকি গত ৩-৪টি বৈঠকে তারা তাদের জাতীয় সভাপতি অখিলেশ যাদবকেও বক্তব্য রাখতে দেয়নি। রাজ্যের মানুষ কংগ্রেস-সমাজবাদী জোটকে কখনই মেনে নেবে না।" 

/।,মন

Add 1