‘মাত্র দেড় লক্ষ ভোটের ব্যবধানে… মোদির নৈতিক পরাজয়’! একি বললেন কংগ্রেস নেতা?

প্রধানমন্ত্রী মোদীর বারাণসী সফর প্রসঙ্গে বিশেষ মন্তব্য করেছেন উত্তরপ্রদেশ কংগ্রেস প্রধান অজয় রাই।

author-image
Probha Rani Das
New Update
ajay raiqw1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী মোদীর বারাণসী সফর প্রসঙ্গে উত্তরপ্রদেশ কংগ্রেস প্রধান অজয় রাই বলেন, “বারাণসীতে কারখানার খুব প্রয়োজন রয়েছে এবং যুবকরা যাতে কর্মসংস্থানের সুযোগ পেতে পারে তার জন্য তাঁর কিছু ঘোষণা করা উচিত।”

ajay raiqw2.jpg

তিনি আরও বলেছেন, “সবকিছু গুজরাটের মানুষকে দেওয়া হয়। প্রধানমন্ত্রী মোদী মাত্র দেড় লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিলেন। এটা প্রধানমন্ত্রী মোদির নৈতিক পরাজয়।” 

Add 1