আদানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবার ভারতের স্মরণাপন্ন মার্কিন সংস্থা

এ বিষয়ে ভারতের আইন মন্ত্রকের সহযোগিতা চেয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
aaaa

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তার ভাগ্নে সাগর আদানির বিরুদ্ধে সিকিউরিটিজ জালিয়াতি ও ২৬৫ মিলিয়ন ডলারের ঘুষ সংক্রান্ত অভিযোগের তদন্তে ভারত সরকারের সহায়তা চেয়েছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

মঙ্গলবার নিউ ইয়র্কের একটি নিম্ন আদালতে দাখিল করা নথিতে এসইসি জানিয়েছে, তারা আদানিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং এ বিষয়ে ভারতের আইন মন্ত্রকের সহযোগিতা চেয়েছে।

adani summit.jpg

এখনও পর্যন্ত যদিও আদানি গ্রুপ বা ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

এদিকে, এই ঘটনার কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করে ছিলেন। সেই বৈঠকে আদানি মামলার প্রসঙ্গ উঠেছিল। তবে সেই প্রসঙ্গে মোদী স্পষ্টভাবে বলেছিলেন, “দুই দেশের প্রধানরা কখনো ব্যক্তিগত বিষয়ে আলোচনা করেন না”।

আর এবার এসইসির পদক্ষেপের পর বিরোধী দল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এবার বাস্তব পরীক্ষা শুরু হল! মার্কিন এসইসি ভারত সরকারকে আদানির কাছে অভিযোগ জানানোর নির্দেশ দিয়েছে। মোদীজি কি এটি বাধ্যতামূলক করবেন নাকি করবেন না? দেশের এই বিষয়ে জানা উচিত!”

কংগ্রেস নেতা রাহুল গান্ধীও প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে আদানির দুর্নীতি ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছেন। তিনি এক পোস্টে বলেছেন, “দেশে প্রশ্ন করলে নীরবতা, বিদেশে জিজ্ঞাসা করলে ব্যক্তিগত ব্যাপার! আমেরিকাতেও, মোদীজি আদানিজির দুর্নীতি ঢেকে রাখলেন!”

Mahua Moitraq1.jpg

এই তদন্ত আদানি গ্রুপের ভবিষ্যতের ওপর কতটা প্রভাব ফেলবে এবং ভারতীয় রাজনীতিতে কী ধরনের পরিবর্তন আনবে, তাই এখন দেখার বিষয়।