মার্কিন প্রতিনিধি ভারতের সফরে, বাণিজ্য ইস্যুতে সরব আপ সাংসদ সঞ্জয় সিং

বাণিজ্য ইস্যুতে সরব আপ সাংসদ সঞ্জয় সিং।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-16 10.06.23 PM


নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রধান আলোচকের ভারত সফরকে ঘিরে আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং মন্তব্য করেছেন, যদি সরকার বাণিজ্য আলোচনায় ভারতের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়ন করতে পারে তবে তা অত্যন্ত ইতিবাচক হবে।

তিনি বলেন, "যদি সরকার ৫০% শুল্ক প্রত্যাহারে সফল হয়, তবে সেটি বড় সাফল্য হবে। একইভাবে, তুলোর ওপর ১১% শুল্ক প্রত্যাহার করে ভারতীয় কৃষকদের জন্য শূন্য করা হলে, তা হবে সত্যিই প্রশংসনীয় পদক্ষেপ।" তবে সঞ্জয় সিং সতর্ক করে দিয়ে বলেন, "ট্রাম্পের আচরণ, অপারেশন সিন্ধূর থেকে শুরু করে এখন পর্যন্ত, দেখে মনে হয় না যে তিনি ভারতের পক্ষে কোনো সিদ্ধান্ত নেবেন।"