New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর কার্যনির্বাহী পরিচালক (Executive Director) পদে নিয়োগ করা হল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) প্রাক্তন গভর্নর এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড. উর্জিত প্যাটেলকে। ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্ট কমিটি এই নিয়োগে সম্মতি দিয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/09/YQCsRgqYufroFI3d6KvV.jpg)
এই নতুন পদে ড. প্যাটেল আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন। তার কার্যকাল শুরু হবে যেদিন তিনি নতুন পদে যোগ দেবেন ঠিক সেদিন থেকে, অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত, এই দুইয়ের মধ্যে যেটি আগে ঘটবে সেই দিন থেকেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us