ভয়াবহ দুর্ঘটনা, লোয়ার বার্থের যাত্রীর উপর ভেঙে পড়ল আপার বার্থ! মৃত্যু

লোয়ার বার্থের যাত্রীর উপর ভেঙে পড়ল আপার বার্থ।

author-image
Aniruddha Chakraborty
New Update
Mumbai_local_train_1644724849456_1644724849703

file pic

নিজস্ব সংবাদদাতাঃকরমণ্ডল এক্সপ্রেস থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা, সাম্প্রতিককালে একাধিক রেল দুর্ঘটনা যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। এবার চলন্ত ট্রেনে বার্থ ভেঙে পড়ে মৃত্যু হল এক যাত্রীর। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিবৃতি দেওয়া হয়েছে ভারতীয় রেলওয়ের তরফেও। জানা গিয়েছে, কেরালা থেকে নয়া দিল্লি আসছিলেন আলি খান নামক বছর ৬২-র এক বৃদ্ধ। এরনাকুলাম-হজরত নিজামুদ্দিন মিলেনিয়াম সুপারফাস্ট এক্সপ্রেসে ভ্রমণ করছিলেন তিনি। লোয়ার বার্থে সিট পড়েছিল তাঁর। তিনি যখন শুয়েছিলেন, হঠাৎই তাঁর উপর ভেঙে পড়ে উপরের বার্থটি। আপার বার্থেও শুয়েছিলেন এক যাত্রী। একে ভারী বার্থ, তার উপর যাত্রীর ওজন, গুরুতর জখম হন বৃদ্ধ। রক্তারক্তি কাণ্ড ঘটে। রেল কর্তৃপক্ষকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধকে হায়দ্রাবাদে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অস্ত্রোপচার চলাকালীন ওই ব্যক্তির মৃত্যু ঘটে। 

এরপর ভারতীয় রেলওয়ের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, বার্থে কোনও সমস্যা ছিল না। রেলের আধিকারিকরা বার্থ পরীক্ষা করে এবং সহযাত্রীদের জিজ্ঞাসা করে জানতে পেরেছেন, উপরের বার্থে থাকা যাত্রী ঠিকভাবে আসনটি চেইন দিয়ে আটকাননি, এর জেরেই দুর্ঘটনা ঘটে।