/anm-bengali/media/media_files/hqbqOCp3nXY7fVe2DH1Z.jpg)
নিজস্ব সংবাদদাতা : ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় এবার বিশ্বের শীর্ষে উঠে এল ভারত। প্রতি মাসে গড়ে প্রায় ১৮ বিলিয়নেরও বেশি লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করছে ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI)। যারফলে,এককভাবে বিশ্বের সবচেয়ে বড় ফাস্ট পেমেন্ট সিস্টেম হিসেবে নিজেকে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করে ফেলেছে ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI)। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র তথ্য অনুযায়ী, UPI-র মাধ্যমে এখন প্রতিদিন গড়ে প্রায় ৬০ কোটি লেনদেন হচ্ছে, যার পরিমাণ ও পরিসর দিন দিন বাড়ছেই। বিশেষজ্ঞদের মতে, সহজ ইন্টারফেস, তাৎক্ষণিক অর্থ স্থানান্তর, এবং সরকার-নিয়ন্ত্রিত নিরাপত্তা ব্যবস্থাই হল এই অভাবনীয় সাফল্যের মূল চাবিকাঠি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/ygRntqR1TEeiEF6RBFit.jpg)
India tops global fast payments with UPI processing 18 billion transactions monthly
— ANI Digital (@ani_digital) July 20, 2025
Read @ANI Story | https://t.co/LX3J6jSrFu#India#UPIpic.twitter.com/z1epYLPSQk
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us