প্রস্তুত উত্তরপ্রদেশ, আগামীকাল রয়েছে বিশেষ দিন

নির্দেশ পৌঁছে গেছে সমস্ত রাজ্যের প্রশাসনের কাছে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
up

File Picture

নিজস্ব সংবাদদাতা: স্বরাষ্ট্র মন্ত্রক আগামীকাল অর্থাৎ ৭ মে দেশব্যাপী একটি মক ড্রিলের নির্দেশ দিয়েছে সাধারণ মানুষের জন্যে। ইতিমধ্যেই সেই নির্দেশ পৌঁছে গেছে সমস্ত রাজ্যের প্রশাসনের কাছে। 

dgp prasant.jpg

রাজ্যে মক ড্রিল সম্পর্কে, উত্তরপ্রদেশের ডিজিপি প্রশান্ত কুমার এদিন বলেন, “৭ মে একটি মক ড্রিল সম্পর্কে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। ১৯টি জেলা চিহ্নিত করা হয়েছে উত্তরপ্রদেশে। একটি জেলা A বিভাগে, ২টি জেলা C বিভাগে এবং বাকিগুলি B বিভাগে রয়েছে। এই স্থানের সংবেদনশীলতা মাথায় রেখে, প্রশাসন এই আদেশ দিয়েছে যে এই মক ড্রিলটি বেসামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন, অগ্নিনির্বাপক পরিষেবা, দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী সহ পরিচালিত হবে, যাতে আমরা যেকোনো ধরণের জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে পারি। স্থানীয় প্রশাসন সময় নির্ধারণ করবে”।