৮ জুন তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ মোদীর! ঘোষণা হয়ে গেল

লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে। এখন লোকসভা এক্সিট পোল নিয়ে দেশ জুড়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

author-image
Probha Rani Das
New Update
vxzcvq2.jpg

নিজস্ব সংবাদদাতাঃউত্তরপ্রদেশের মন্ত্রী তথা জাতীয় সভাপতি, সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির প্রতিষ্ঠাতা ওমপ্রকাশ রাজভর বলেন, “৮ জুন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

vxzcvq1.jpg

কম আসন পাওয়ায় বিরোধীরা বেকায়দায় পড়ছে। তাদের আমলে গোডাউনে শস্য পচে যেত। মোদীর নেতৃত্বে দেশের ৮০ কোটি মানুষকে একই খাদ্যশস্য দেওয়া হচ্ছে। তাঁদের (কংগ্রেস) সময়ে পরিবারে কেউ অসুস্থ হলে গরিবদের সম্পত্তি বিক্রি করতে হত। কিন্তু মোদীজি ৫ লক্ষ টাকার কভারেজ দিয়েছেন আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে।”

তিনি আরও বলেন, “সংসদে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের বিল পাশ করিয়ে নিলেন মোদীজি এবং যোগীজি ভ্রাতৃত্ব চান, তাঁরা চান মানুষ সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করুক। কোথাও কি লেখা আছে যে মুসলিমরা সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবে না? শুধু কংগ্রেস ও সমাজবাদী পার্টি ঘৃণা ছড়াচ্ছে। ৮ জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী।” 

Add 1