/anm-bengali/media/media_files/YHXx03nPNDYLZyDvrilZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃউত্তরপ্রদেশের মন্ত্রী তথা জাতীয় সভাপতি, সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির প্রতিষ্ঠাতা ওমপ্রকাশ রাজভর বলেন, “৮ জুন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
/anm-bengali/media/media_files/FW8IndZZ7NGzM2fQmR4K.jpg)
“কম আসন পাওয়ায় বিরোধীরা বেকায়দায় পড়ছে। তাদের আমলে গোডাউনে শস্য পচে যেত। মোদীর নেতৃত্বে দেশের ৮০ কোটি মানুষকে একই খাদ্যশস্য দেওয়া হচ্ছে। তাঁদের (কংগ্রেস) সময়ে পরিবারে কেউ অসুস্থ হলে গরিবদের সম্পত্তি বিক্রি করতে হত। কিন্তু মোদীজি ৫ লক্ষ টাকার কভারেজ দিয়েছেন আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে।”
তিনি আরও বলেন, “সংসদে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের বিল পাশ করিয়ে নিলেন মোদীজি এবং যোগীজি ভ্রাতৃত্ব চান, তাঁরা চান মানুষ সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করুক। কোথাও কি লেখা আছে যে মুসলিমরা সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবে না? শুধু কংগ্রেস ও সমাজবাদী পার্টি ঘৃণা ছড়াচ্ছে। ৮ জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী।”
#WATCH | Lucknow | UP Minister & National President, Founder of Suheldev Bharatiya Samaj Party, Om Prakash Rajbhar, says," ...On 8th June, Narendra Modi ji will take oath as the Prime Minister for the third time..."
— ANI (@ANI) June 3, 2024
"...The Opposition is getting rattled as they are getting fewer… pic.twitter.com/r7J3yC9zBv
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us