BREAKING: স্বপ্ন দেখতো ‘গজওয়া-ই-হিন্দ’-এর ! পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে উত্তর প্রদেশে গ্রেপ্তার মহম্মদ তুফেল

দেখুন এই মুহূর্তের সবথেকে বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে, মহম্মদ তুফেল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে উত্তর প্রদেশ এটিএস (ATS)। প্রাথমিক তদন্তে জানা গেছে যে, সে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত নানান গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচার করতো।মহম্মদ তুফেল পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন 'তেহরিক-ই-লাব্বাইক'-এর নেতা মৌলানা শাহ রিজভীর নানান ভিডিও, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করত। সে ‘গজওয়া-ই-হিন্দ’, বাবরি মসজিদের প্রতিশোধ ও ভারতে শরিয়ত কায়েম করার আহ্বান জানিয়ে নানান উস্কানিমূলক বার্তাও ছড়াত বলে জানিয়েছে উত্তর প্রদেশ এটিএস (ATS)।

TUFAIL