বিহার কংগ্রেসে অস্থিরতা: শাকিল আহমদের পদত্যাগে প্রতিক্রিয়া দিলেন বিহারের ডেপুটি সিএম বিজয় সিনহা

“পরিবারতন্ত্রে আটকে থাকা দল গণতন্ত্রের জন্য হুমকি” — বিজয় সিনহা।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-11 9.28.34 PM

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস ছেড়ে প্রাক্তন বিহার মন্ত্রী শাকিল আহমদের পদত্যাগের ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ বিষয়ে মতামত জানাতে গিয়ে বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা কংগ্রেস নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করেন।

তিনি বলেন, “জনতা চায় যে যে কোনও দল পরিবারতন্ত্রের বাইরে আসুক। পরিবারতন্ত্রে ডুবে থাকা নেতৃত্ব গণতন্ত্রের জন্য হুমকি। এমন দলের ভবিষ্যতও অন্ধকারে।” সিনহা আরও অভিযোগ করেন যে কংগ্রেস এমন মানুষের পাশে দাঁড়ায় যারা অপরাধীদের প্রশ্রয় দেয়। তাঁর কথায়, “যে দল অপরাধীদের লালন-পালন করে, তাদের সুযোগ দেয়, তারা কখনও জনগণের আস্থা অর্জন করতে পারে না।”