প্রধানমন্ত্রীর ‘লাখপতি দিদি’! ৩ কোটি মহিলাদের সহায়তা! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরও একটি সংকল্প রয়েছে যেটি হল ‘লাখপতি দিদি’।

author-image
Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
shivraj singh chouhanfg1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “প্রধানমন্ত্রী মোদীর আরও একটি সংকল্প রয়েছে, 'লাখপতি দিদি'। আমাদের ৩ কোটি 'লাখপতি দিদি' করার লক্ষ্য রয়েছে, তার একটি মাত্রা 'কৃষি সখী'।

shivraj singhj1.jpg

আমরা মহিলাদের প্রশিক্ষণ দিয়েছি যাতে তারা কৃষকদের কৃষিকাজে সহায়তা করতে পারে। আমরা এ পর্যন্ত ৩০ হাজার 'কৃষি সখী'কে প্রশিক্ষণ দিয়েছি।” 

Add 1