তামাশা করতে এসেছিল TMC, জানালেন মোদীর মন্ত্রী

দিল্লির কৃষি ভবনের ভিতরে বিক্ষোভের সময় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৩০ জন নেতাকে আটক করেছিল দিল্লি পুলিশ।

author-image
SWETA MITRA
New Update
tmc bjp.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিগত দুদিন আগেই তৃণমূলের (TMC) ধর্না কর্মসূচিকে ঘিরে অশান্ত হয়ে উঠেছিল দিল্লির কৃষি ভবন। এদিকে বিক্ষোভের দিন বড় মন্তব্য করেছিলেন তৃণমূলসাংসদমহুয়ামৈত্র। এবার সাংসদেরঅভিযোগপ্রসঙ্গেকেন্দ্রীয়মন্ত্রীসাধ্বীনিরঞ্জনজ্যোতি (Niranjan Jyoti) গর্জে উঠলেন। তিনি বলেন, "ওরাআমারসঙ্গেদেখাকরতেচায়নি।টিএমসিপ্রতিনিধি দলপ্রতিআধাঘন্টাপরপরতাদেরদাবিপরিবর্তনকরতেথাকে, প্রথমেবলেযেজনসাংসদপ্রতিনিধিদলেরঅংশহবেন, তারপরবলেছিলেনযে১০জনসাংসদবৈঠককরবেন।আমিওসাংসদদেরসঙ্গেদেখাকরতেরাজিহয়েছিলাম, কিন্তুদলেরপ্রতিনিধি দলআবারতাদেরদাবিপরিবর্তনকরেবলেছিলযেজনসাধারণকেমিলিতহওয়ারঅনুমতিদেওয়াউচিত।আড়াইঘণ্টাঅপেক্ষাকরলাম। পশ্চিমবঙ্গেএমজিএনআরইজিএপ্রকল্পেদুর্নীতিহয়েছেএবংতারা 'তামাশা' করতেদিল্লিতেএসেছিল।“