/anm-bengali/media/media_files/0LAn91oLV6eva71RAKKN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার গভীর রাতে ইম্ফলের কংবায় কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর কে রঞ্জন সিংয়ের বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছে মণিপুর সরকার।
এই ঘটনার পর আর কে রঞ্জন সিং বলেন, "আমি বর্তমানে অফিসিয়াল কাজে কেরালায় রয়েছি। সৌভাগ্যবশত, গত রাতে আমার ইম্ফলের বাড়িতে কেউ আহত হয়নি। দুর্বৃত্তরা পেট্রল বোমা নিয়ে এসেছিল এবং আমার বাড়ির নিচতলা ও প্রথম তলায় ক্ষতি হয়েছে।"
It is very sad to see what is happening in my home state. I will still continue to appeal for peace. Those indulging in this kind of violence are absolutely inhuman: Mos MEA Rajkumar Ranjan Singh to ANI
উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে শান্তির আবেদন জানিয়ে তিনি বলেন, 'আমার নিজের রাজ্যে যা ঘটছে তা দেখে খুব খারাপ লাগছে। আমি এখনও শান্তির জন্য আবেদন চালিয়ে যাব। যারা এ ধরনের সহিংসতায় লিপ্ত তারা একেবারেই অমানবিক।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us