New Update
/anm-bengali/media/media_files/yjzuQxHMrjJdRrVXThE4.webp)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, "রাশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান 'অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল' সম্মানে ভূষিত হওয়ায় আমি প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানাতে চাই। এটা ১৪০ কোটি ভারতবাসীর জন্য গর্বের বিষয়, যাদের হয়ে প্রধানমন্ত্রী এই পুরস্কার গ্রহণ করেছেন। তিনিই প্রথম ভারতীয় নেতা যিনি এই পুরস্কার পেলেন।"
Delhi | Piyush Goyal, Union Minister says, " I would like to take this opportunity to congratulate PM Modi on being conferred Russia's highest civilian honour, the Order of St. Andrew the Apostle. It is a matter of pride for 140 crore Indians, on whose behalf the PM has accepted… pic.twitter.com/QeiGDEuydi
— ANI (@ANI) July 10, 2024